মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিপ্রাপ্তদের সংগঠন ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৭ ডিসেম্বর) বনানীর ‘হোটেল গোল্ডেন টিউলিপ– দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’য় সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানায়। এই সিভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শরীফ জহির।
সভায় সেক্রেটারি এবং ট্রেজারার তাদের প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যক্রম, অর্জন এবং আর্থিক অবস্থার উপর আলোকপাত করা হয়। সক্রিয় অংশগ্রহণকারী সদস্যরা অ্যাসোসিয়েশনের আর্থিক অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন এবং সংগঠনের স্থায়িত্ব শক্তিশালী করার জন্য ভবিষ্যৎ তহবিল সংগ্রহের কৌশল নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ কর্মপন্থা, কৌশলগত পরিকল্পনা এবং সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি ও অ্যাসোসিয়েশনের কমিউনিটিতে ভূমিকা উন্নত করার লক্ষ্যে আসন্ন ইভেন্ট নিয়ে গঠনমূলক আলোচনা করেন।









