মিশেল ওবামা সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন, আমেরিকা এখনও নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়। তিনি বলেন, যেমন আমরা গত নির্বাচনে দেখেছি- দুঃখজনকভাবে, আমরা প্রস্তুত নই।
ব্রুকলিনে নিজের নতুন বই “দা লুক” প্রচারের সময় মিশেল ওবামা এই মন্তব্য করেন, যেখানে তিনি ফ্যাশন এবং রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তিনি আরও জানান, নারীর নেতৃত্ব গ্রহণে অনেক পুরুষের অনিচ্ছার কারণে দেশে অনেক পরিপক্বতা আসেনি। তিনি বলেন, এখনও অনেক পুরুষ আছেন যারা মনে করেন না যে, তারা একজন নারী দ্বারা নেতৃত্বাধীন হতে পারেন।
এছাড়া, মিশেল ওবামা আবারও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হবেন না। ২০১৬ সালে প্রথম লেডি থাকাকালীনও তিনি এ বিষয়ে একই বক্তব্য রেখেছিলেন।









