Advertisements
রোমান্টিক ঘরনার টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ স্ট্রিমিং হয়েছে বিনোদনের সবচেয়ে বড় দুনিয়া ওটিটি প্ল্যার্টফম ‘আইস্ক্রিনে’। চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয় এই টেলিফিল্মের পরিচালক নাজমুল রনি বলেছেন, তরুণ নির্মাতাদের কাজে আরও বেশি উৎসাহিত করতে আইস্ক্রিন যথাযথ ভূমিকা পালন করছে।






