আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার ১৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, জমি ছাড়া পত্রিকার সবকিছু লুট হয়ে গেছে। তাই এই মুহূর্তে ভাড়া করা ছাপাখানা ও অফিসে পত্রিকার কাজ করতে হবে।
আমার দেশ কোন কর্পোরেট মিডিয়া হিসেবে প্রকাশিত হবে না জানিয়ে তিনি বলেন, ভারতের আগ্রাসন রোধ, সত্য উচ্চারণ এবং দেশের পক্ষে কথা বলতেই এটি প্রকাশিত হবে।









