Advertisements
মাদারীপুরের মাঠে মাঠে চলছে আমন ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুক‚ল এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শে ফলন ভালো হওয়ায়, কৃষকও খুশি। জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ চলছে। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইন এর রিপোর্ট।








