প্রথমার্ধের শেষদিকে নিজেদের জালে বল জড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে। ৮০ মিনিট পর্যন্ত ওই গোলে পিছিয়ে থেকে দলটি ম্যাচে ফেরে ৮২ মিনিটে। সেখান থেকে হ্যাটট্রিক করেন আমাদ দিয়েলো। আমাদের হ্যাটটিকে রেড ডেভিলদের মালিক স্যার জিম র্যাটক্লিফের সাথে কথা বলা সহজ হয়েছে কোচ রুবেন আমোরিমের জন্য।
প্রায় হারতে বসা ম্যাচ জিতে মালিক র্যাটক্লিফের সঙ্গে কথা প্রসঙ্গে আমোরিম জানান, ‘বিভিন্ন বিষয়ে তার সাথে আমার মিনিট পাঁচেক কথা হয়েছিল। খেলাটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এর ফল আমাদের কথোপকথনে সাহায্য করেছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’
‘ম্যাচে জয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জানি সমর্থকরা আমাদের থেকে আরও ভালো ফুটবল আশা করে, কিন্তু আমাদের জয় প্রয়োজন। যেভাবেই হোক আমাদের জয় এসেছে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চলেছি।’
আমাদের প্রথম হ্যাটট্রিকের প্রতিক্রিয়া ছিল, ‘সম্ভবত আমার জীবনের অন্যতম সেরা সপ্তাহ। এ জয়ে আমি বেশ খুশি। দলের জয় প্রাপ্য ছিল, যার জন্য আমি খুব খুশি। আমরা জানি দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে। পরবর্তী সময়ে আমাদের আরও ক্ষুরধার হতে হবে। আজ আমরা শেষ পর্যন্ত দেখালাম আমরা সেরা দল।’
জয়ে লিগ টেবিলে কিছুটা পরিবর্তন এসেছে। প্রিমিয়ার লিগে ১২তে উঠে এসেছে ইউনাইটেড, শীর্ষেই আছে লিভারপুল। দুইয়ে আর্সেনাল এবং তিনে নটিংহ্যাম ফরেস্ট।









