যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে স্পেনের জেলে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ আদালতে নতুন করে জবানবন্দি দিয়েছেন। বিচারকের সামনে তিনি দাবি করেছেন, অভিযোগকারী নারীর সম্মতিতেই নাকি যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।
এর আগে তিনি আদালতে বলেছিলেন, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে ২৩ বর্ষী যে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই নারীর সাথে তার দেখাই হয়নি।
আইনজীবী পরিবর্তনের পর ৩৯ বর্ষী ব্রাজিলিয়ান ফুটবলার জানিয়েছেন, সেই নারীর সঙ্গে তিনি সম্মতিপূর্ণভাবেই যৌনতায় জড়িয়েছিলেন। মডেল স্ত্রী জোয়ানা সানজের কাছে বিশ্বাস ভঙ্গকারী না হওয়ার জন্য তিনি আগে সত্য বলেননি।
গত জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ স্পেন থেকে পালিয়ে যাবেন এবং মুক্তি পেলে তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।
আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা নারীর আইনজীবী এস্টার গার্সিয়া সোমবার বলেছেন, তদন্ত চলাকালীন আলভেজকে কারাগারে রাখা হবে বলে আশা করি।
অপরদিকে, ব্রাজিলিয়ান ফুটবলারের আইনজীবী ক্রিস্টোবাল মার্টেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমি আলভেজের দেয়া সাক্ষ্য নিয়ে সন্তুষ্ট।
২০২২ সালে স্পেনে পাস হওয়া যৌন সম্মতি আইনের অধীনে যৌন নিপীড়ন, অনলাইনে যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি রয়েছে। ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে।








