যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে স্পেনের জেলে আছেন দানি আলভেজ। ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদালতে নতুন করে জবানবন্দি দেবেন। স্পেনের গণমাধ্যমে প্রতিবেদন, আগে যা বলেছিলেন সেটি থেকে সরে আসতে চান আলভেজ।
সবকিছু ঠিক থাকলে আসছে সোমবার রুদ্ধদ্বার আদালতে নতুন জবানবন্দি দেবেন আলভেজ। এর আগে তিনি আদালতে বলেছিলেন, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে ২৩ বর্ষী যে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই নারীর সাথে তার দেখাই হয়নি।
আইনজীবী পরিবর্তনের পর ৩৯ বর্ষী ব্রাজিলিয়ান ফুটবলার জানিয়েছেন, সেই নারীর সঙ্গে তিনি সম্মতিপূর্ণভাবেই যৌনতায় জড়িয়েছিলেন। মডেল স্ত্রী জোয়ানা সানজের কাছে বিশ্বাস ভঙ্গকারী না হওয়ার জন্য তিনি আগে সত্য বলেননি।
গত মাসে জোয়ানা জেলে আলভেজের সঙ্গে দেখা করে আসার ৪৮ ঘণ্টা পর ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্টে করেন। সেখানে লেখা ছিল, ‘আমার স্মৃতি থেকে সব মুছে ফেলতে কয়েকবছর সময় লাগবে। সে আমার যে ক্ষতি করেছে তা সত্ত্বেও আমি এখনো তার পাশে আছি।’
স্ত্রীর লেখা চিঠির জবাবও দিয়েছিলেন আলভেজ, যা স্প্যানিশ টিভি স্টেশনে ফাঁস হয়েছিল। লিখেছিলেন, ‘এই কঠিন মুহূর্তে আমি তোমার নেয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনায় ভুগছি এবং আমি আশা করি এ জনম আবার তোমাকে ভালোবাসার সুযোগ দেবে।’
জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ স্পেন থেকে পালিয়ে যাবেন এবং মুক্তি পেলে তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।







