দানি আলভেজের বিরুদ্ধে চলা মামলার কার্যক্রম আগাচ্ছে জোর কদমে। আটজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। তাদের মধ্যে ছিলেন যৌন হয়রানির অভিযোগকারীও। তিনি জানিয়েছেন, আলভেজ তার আরও দুই বন্ধুকে উত্যক্ত করেছেন।
অভিযোগকারী দাবি করেছেন, ঘটনাস্থলে তার সঙ্গে আরও দুজন ছিলেন। আলভেজ তাদের তিনজনের সঙ্গেই অশোভন আচরণ করেছিলেন। পরে অভিযোগকারীর কাছে এসে যৌন স্পর্শ করেন। তাকে দূরেও টেনে নিয়ে যান।
‘আলভেজ আমাদের দেখছিলেন। আমার দুই বন্ধুর একজনকে প্রথমে চেপে ধরেছিলেন। পরে দ্বিতীয়জনকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। তারা দুজনেই অস্বস্তি বোধ করলে তিনি আমার কাছে আসেন। আমাকে যৌন স্পর্শ করে টেনে বাথরুমে নিয়ে যান।’
অন্যদিকে আদালতে সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে আলভেজের আইনজীবী দাবি করেছেন, অভিযোগকারীর সঙ্গে আলভেজের ঘটনাটি দুজনের সম্মতিক্রমেই হয়েছে।
‘আলভেজ প্রথমে বাথরুমে প্রবেশ করেছিলেন। দুই মিনিট পর অভিযোগকারী আলভেজকে অনুসরণ করেন। সেখানে দুজনে ১৬ মিনিট ছিলেন। কিন্তু অভিযোগকারী দাবি করেছেন ৪ মিনিট, যা সত্য নয়।’
‘‘আলভেজ বের হওয়ার পর তিনি সেখান থেকে বের হন। এরপর তার কাজিনের দিকে ফিরে যন্ত্রণার সঙ্গে বলেছিলেন, ‘আমরা এখান থেকে চলে যাচ্ছি।’’
গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে আছেন আলভেজ। মেক্সিকান ক্লাব পুমাস থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছে ক্লাবটি। একইসঙ্গে স্ত্রী জোয়ানা সানজের সঙ্গে আলভেজের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।









