যৌন হয়রানির মামলায় কারাগারে আছেন দানি আলভেজ। খবর হয়েছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ছেড়ে যাচ্ছেন স্ত্রী জোয়ানা সানজ। সেটির বিপরীত কথা বলছেন স্প্যানিশ এ মডেল। জানিয়েছেন, দুঃসময়ে আলভেজকে ছেড়ে যাচ্ছেন না।
রোববার স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে সেলেসাও তারকার সঙ্গে দেখা করেছেন সানজ। বলেছেন, ‘তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে আমি তাকে ছেড়ে যাবো না।’
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সানজকে ফোন করে ডেকেছিলেন আলভেজ। ব্রাজিলিয়ান তারকার বন্ধু ব্রুনোকে নিয়ে কারাগারে যান স্প্যানিশ মডেল। বার্সেলোনায় নাইট ক্লাবের ঘটনায় আলভেজের সঙ্গী ছিলেন ব্রুনো।








