ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। স্বদেশি কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বিশ্বজয়ী এই আর্জেন্টাইন। নতুন ক্লাবে গিয়ে জানালেন নতুন চ্যালেঞ্জ নিতেই সিটি ছেড়েছেন ২৪ বর্ষী ফরোয়ার্ড।
ম্যানসিটিতে দুটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ আলভারেজ জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ক্লাবে থাকাকালীন, তিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। তবে হঠাৎ করে পথ বাড়ালেন অনিশ্চিত গন্তব্যের দিকে।
সিটিজেনদের ছেড়ে অ্যাটলেটিকোয় যাওয়া প্রসঙ্গে আলভারেজ বলেছেন, ‘অনুভব করছিলাম এখন আমার ক্যারিয়ারের পরিবর্তন দরকার। নতুন চ্যালেঞ্জ নিতে হবে। আমি বিশ্বাস করি, এই ক্লাব আমাকে সেরাটা দেয়ার সুযোগ দিবে।’
‘এখানে এসেছি দলকে সাহায্য করতে এবং প্রতিটি শিরোপার জন্য লড়তে। আমি খুব খুশি একই সঙ্গে অনুপ্রাণিত। ম্যানসিটিতে দু’বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি পেপ গার্দিওলার কাছে কৃতজ্ঞ। আমি সিমিওনের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। তিনি এই ক্লাব ও স্প্যানিশ লিগে যে অবদান রেখেছেন তা অসাধারণ।’
২০২২ সালে স্বদেশি ক্লাব রিভার প্লেট ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। বেশিরভাগ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামলেও সুযোগ কাজে লাগিয়ে সিটিজেনদের হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৩৬ গোল। সিটির হয়ে নিজের প্রথম মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পান ২৪ বর্ষী তারকা।
আগামী সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে অ্যাটলেটিকোর জার্সিতে অভিষেক হতে পারে আলভারেজের।









