নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘আলতাবানু জোছনা দেখেনি’। হিমু আকরামের পরিচালনায় এতে অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ, পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সম্প্রতি যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং করবেন বলে জানালেন হিমু আকরাম। তার কথা, দেশের তিনটি অঞ্চলে শুটিং করবো। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স অথবা অ্যামাজন প্রাইমে মুক্তি টার্গেট করে বানাতে যাচ্ছি।
বহু নাটক বানিয়েছেন হিমু। এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, প্রথম সিনেমা বানাতে যাওয়াত অনুভূতি সর্বত্র গ্রাস করে ফেলেছে। যেখানে যাচ্ছি মনে হচ্ছে সিনেমার প্রতিটি চরিত্র আমার চারপাশে বিরাজ করছে। ঘোরের মধ্যে থেকে ভাবছি কখন শুরু করবো, আর কখনই বা মানুষকে দেখাবো। সবকিছু গুছিয়ে নিয়েছি, আশা করা যাচ্ছে সেপ্টেম্বরে শুটিংয়ে নামবো।

হিমু আকরাম জানান, ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমাটি ডার্ক থ্রিলার গল্পে নির্মিত হবে। তিনি বললেন, প্রথম সিনেমাতে একটু কঠিন গল্প বেছে নিয়েছি। দীর্ঘদিন ধরে শ্রম দিয়েছি। আমার বিশ্বাস, উতরে যেতে পারবো। এই সিনেমা হলে মুক্তির পর টার্গেট হচ্ছে, নেটফ্লিক্স অথাবা অ্যামাজন প্রাইমে রিলিজ দেয়া। সেদিক মাথায় রেখে ডাবিং, কালার, ফ্রেমিং সবকিছুতে ওই বিশ্বমানের রাখা হবে। আমেরিকার একটি এজেন্সির মাধ্যমে তাদের সঙ্গে আগেই যোগাযোগ করেছি। চিত্রনাট্যকে কয়েকটি জায়গায় তারা কারেকশন দিয়েছিল। সেগুলো সমাধান করা হয়েছে।
ভাবনা বলেন, গত দুমাস ধরে এই সিনেমা নিয়ে আলাপ হচ্ছিল। গল্প-চরিত্রটা খুবই ভালো লেগেছে। এমন ধরনের চরিত্রে আমি আগে কখনও কাজ করিনি। তাছাড়া এই ছবিতে কাজের আরেকটি ভালো লাগার দিক হলো, স্বস্তিকা মুখার্জী; যিনি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী।









