১১ বছর পর রিয়াল মাদ্রিদে ফিরলেন জাভি আলোনসো। এবার মাঠের খেলোয়াড় নয়, লস ব্লাঙ্কোসদের কোচ হয়ে ফিরলেন সান্তিয়াগো বার্নাব্যুতে। তিন বছরের চুক্তিতে মাদ্রিদের কোচ হিসেবে যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক। দায়িত্ব নিয়ে বললেন, নতুন যুগের শুরুর কথা।
রোববার তিন বছরের চুক্তিতে প্রধান কোচ হিসেবে আলোনসোর যোগ দেয়ার কথা জানায় রিয়াল। সোমবার সাবেক মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বরণ করে নেন নতুন কোচকে।
চুক্তি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন আলোনসো। জানান অনুভূতি। বলেছেন, ‘অবশ্যই দিনটি আমার জন্য বিশেষ। এই দিনটি আমার জীবনের ক্যালেন্ডারে স্মরণীয় হয়ে থাকবে। এখানে থাকতে পেরে আমি খুব খুশি, আমার কাছে এটা নিজের বাড়ির মতো। মাদ্রিদের সঙ্গে আমার বন্ধন কখনও ছিঁড়বে না এবং ঘণ্টাদেড়েক আগে আমি ভালদেবাবোসে (রিয়ালের অনুশীলন মাঠ) প্রবেশ করা মাত্রই আমার মধ্যে সেই অনুভূতির পুনর্জন্ম হয়েছে। আমার মধ্যে একটা অনুভূতি কাজ করছে যেন, একটা নতুন যুগের শুরু হলো।’
এই দলকে নিয়ে স্বপ্নের কথা জানিয়েছেন আলোনসো, ‘আমাদের দলটা দারুণ, সব খেলোয়াড় অসাধারণ এবং দারুণকিছু অর্জনের জোর সম্ভাবনা আছে। অনেক উদ্যম ও প্রেরণা নিয়ে আমার এখানে আসার এটাও একটা কারণ। আমার বিশ্বাস আছে যে, আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারব, যা রিয়াল মাদ্রিদের সঙ্গে মানানসই এবং এই ইউরোপিয়ান কাপ।’
চলতি মৌসুমটা অবশ্য একেবারেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। ইউরোপসেরার মুকুট ধরে রাখার অভিযানে কোয়ার্টার-ফাইনালের দুই লেগে আর্সেনালের বিপক্ষে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় তারা। লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে হয় রানার্সআপ। আগামী ১৪ জুলাই যুক্তরাষ্ট্রে গড়াতে চলা ক্লাব বিশ্বকাপ হবে নতুন কোচের অধ্যায়ে প্রথমধাপ।









