চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু। সিনেমা মুক্তির আগেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিনেমার বেশকিছু দৃশ্য!
আল্লু অর্জুন এবং রাশমিকা অভিনীত ছবি ‘পুষ্পা টু’ ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। পিছিয়ে সুকুমার পরিচালিত এই ছবিটি ৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একে তো মুক্তি পেছালো, তার ওপর ছবিটির একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছবির সেট থেকে প্রকাশিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে ছবিটির একটি দৃশ্য দেখা যাচ্ছে। বোঝা যায় যে এতে একটি মারামারির দৃশ্য শুট করা হচ্ছে। ভিডিওতে, একজন ব্যক্তিকে রক্তে ভেজা অবস্থায় ঝুলতে দেখা গিয়েছে। তবে এই দৃশ্যে আল্লু অর্জুন এবং রাশমিকাকে কোথাও দেখা যাচ্ছে না।
সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ফাঁস হওয়ার পর উত্তেজিত ভক্তেরা। মনে করা হচ্ছে এটি ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। একারণে মন ভেঙে গেছে ভক্তদের। একজন লিখেছেন, ‘অবিলম্বে এই ভিডিওটি সরানো উচিত’। কেউ লিখেছেন, ‘দয়া করে ছবির ক্লাইম্যাক্স নষ্ট করবেন না’।
এর আগে রাশমিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওতে, রাশমিকাকে শ্রীবল্লী রূপে কপালে সিঁদুর পরে লাল শাড়িতে দেখা গিয়েছে। এই ছবির সিকুয়েলে দেখা যাবে শ্রীবল্লীর বিয়ের পরের জীবন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









