কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী এবং অভিনেতা আল্লু অর্জুনের দাদি ও রাম চরণের নানি আল্লু কানাকারত্নম আর নেই। শনিবার (৩০ আগস্ট) বার্ধক্যজনিত কারণে ৯৪ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি।
এ খবর জানার পর আল্লু অর্জুনকে মুম্বাই থেকে হায়দরাবাদে পৌঁছাতে দেখা যায়, আর শাশুড়িকে নিয়ে রাম চরণের বাবা চিরঞ্জীবী সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন।
‘পুষ্পা ২’ ছবি মুক্তির পর থেকেই যেন একের পর এক ঝড় বয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের উপর দিয়ে। ইডির নজরে পড়ার পর থেকেই নানান সমস্যায় পড়তে হয়েছিল তাকে। যদিও সেই ঝড় কাটিয়ে উঠে শুটিংয়েও ফিরেছিলেন তিনি।
তবে এর মাঝেই প্রিয়জন হারানোর দুঃসংবাদ। আর এ খবরেই শোকস্তব্ধ আল্লু অর্জুন। বর্তমানে খুব একটা ক্যামেরার সামনে আসছেন না তিনি। কারণ একটাই, তার নতুন ছবির লুক। তবে এবার আর না ফিরে উপায় নেই।
এই মুহূর্তে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তার আগামী ছবির শুটিং করছেন আল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দরাবাদ। মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে, একেবারে থমথমে অবস্থায় দেখা যায় তাকে।
আল্লু অর্জুনের মতোই নানির মৃত্যুতে ভেঙে পড়েছেন রাম চরণও। খবর পেয়েই তিনিও হায়দরাবাদে রওনা দিয়েছেন। পরিবার ঘিরে এখন গভীর শোকের ছায়া।- হিন্দুস্থান টাইমস









