নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় প্রেসক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আখতার হোসেন বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করেই নির্বাচনের পথে যেতে হবে। এসময় নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই।








