বছরের পর বছর ধরে রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব এনবিআরকে অসহায় করে তুলছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডি’র সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে সংলাপে তিনি বলেছেন, কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা রাজনৈতিকভাবে এত শক্তিশালী যে, এনবিআর তাদের দায়বদ্ধ করতে পারে না। এনবিআর চেয়ারম্যানও বলেছেন, অর্জন হবে না জেনেও বাজেটে বাছ-বিছার না করেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরে দেয় সরকার।








