ভোটার তালিকার সিডি প্রস্তুতের স্বার্থে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এনআইডির সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।









