জামিয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ‘আলিম ২৪’ ব্যাচের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর-বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য পুনর্মিলনী অনুষ্ঠান। শিক্ষার্থীদের হৃদয় ছুঁয়ে যাওয়া এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক সাবেক শিক্ষার্থী। অনেক দিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের মুখোমুখি হওয়ার এই সুযোগ যেন হয়ে উঠেছিল স্মৃতির এক উৎসব।
অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টা থেকে এবং পরিপূর্ণ সফলতায় রাত ১০টায় সমাপ্তি ঘটে। সূচনা হয় তেলাওয়াত ও হামদের মাধ্যমে। পরে একে একে বক্তব্য রাখেন ব্যাচের বিভিন্ন সদস্য, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিগণ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ, যারা তাদের মূল্যবান বক্তব্য ও দোয়া দিয়ে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন।

আবেগঘন পরিবেশে সবাই স্মরণ করেন ছাত্রজীবনের স্মৃতি, কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন শিক্ষকদের অবদান এবং ব্যাচের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখযোগ্য অংশ ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিল। শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যাচেরই একজন মেধাবী সদস্য, যিনি দক্ষ হাতে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সুস্বাদু রাতের খাবারের, যেখানে সবাই একত্রে মিলিত হন ভ্রাতৃত্ব ও ভালোবাসার টেবিলে।
আলিম ২৪ ব্যাচের এই মিলনমেলা প্রমাণ করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেও বন্ধুত্ব, শ্রদ্ধা ও স্মৃতির বন্ধন কখনো শেষ হয় না। অংশগ্রহণকারীরা আশা ব্যক্ত করেন, ভবিষ্যতে এমন আরও আয়োজনের মাধ্যমে সম্পর্ক আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে।









