আবদুর রহমান আলিফের তীর-ধরে সিঙ্গাপুরে উড়ল লাল-সবুজের পতাকা। এশিয়া কাপ আর্চারি স্টেজ-২ টুর্নামেন্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আর্চার।
সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির রিকার্ভে ছেলেদের এককে ফাইনালে শুক্রবার আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।
সোনা জয়ের লড়াইয়ে দারুণ শুরু করেন আলিফ। প্রথম ও দ্বিতীয় সেট জিতে নেন ২৮-২৭, ২৯-২৮ ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের দুই সেট ২৮-২৭, ২৭-২৬ পয়েন্টে জিতে সমতা ফেরান গাকুতো। পঞ্চম ও শেষ সেটে জাপানের প্রতিযোগী আর পেরে ওঠেননি আলিফের সাথে। ২৯-২৬ পয়েন্টে জিতে বাজিমাত করেন ১৯ বর্ষী আর্চার।
সেমিফাইনালে মঙ্গলবার চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আলিফ।
‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা আলিফ চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে শেষ বত্রিশে ওঠেন। পরের ধাপগুলোয় মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনের বিপক্ষে ৭-৩ ব্যবধানে জিতে উঠে আসেন সেমিফাইনালে।
বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ গত বছর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চাইনিজ তাইপের আর্চারের কাছে।









