এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। এশিয়া কাপ আর্চারির স্টেজ-২ রিকার্ভে ছেলেদের এককে ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারান ১৯ বর্ষী আলিফ। লাল-সবুজের তরুণের স্বপ্ন এখন অলিম্পিকে পদক জেতা।
প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে সোনা জয়ের পর আলিফ জানান অনুভূতি ও স্বপ্নের কথা। বলেন, অনুভূতি তো, অনেক ভালো লাগছে। এই প্রথম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাতে পেরেছি দেশের বাইরে এসে, এটা আমার প্রথম আন্তর্জাতিক সোনার পদক। দেশের সবার জন্য এই পদক।’
২০২৮ অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করে খেলে পদক জিততে চান আলিফ। বললেন, ‘সামনে আমার লক্ষ্য অলিম্পিকে পদক জেতা। এরই ধারাবাহিকতায় আমরা অনুশীলন করছি কোচের নির্দেশনা অনুযায়ী। সবাই আমাদের সহযোগিতা করছে। ২০২৮ অলিম্পিক সামনে রেখে আমরা সেভাবেই অনুশীলন করে যাচ্ছি।’
র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য আরও বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অনুরোধ জানিয়েছেন আলিফ, ‘ফ্যাসিলিটিজ ভালোই আছে। তবে আমরা চাই, যেন আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলতে পারি। তাহলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। তখন আমরা দলগতভাবেও অলিম্পিকে কোয়ালিফাই করতে পারব। আমি আমার সেরাটা দিব। সৃষ্টিকর্তা চাইলে আমরা সবকিছু অর্জন করতে পারব।’






![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)


