অনূর্ধ্ব-২১ এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। সোমবার চাইনিজ তাইপেতে হওয়া প্রতিযোগিতায় স্বাগতিকদের হুয়াং লি চেং-এর কাছে হেরে যান আলিফ। পাঁচ সেট পর রৌপ্য নির্ধারিত হয় তার ঝুলিতে।
বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া ফাইনালে পাঁচ সেট পর দুজনের পয়েন্ট সমান ছিল। পদক নির্ধারণী সেটের শটে আলিফ স্কোর করেন ৯, লি চেং করেন ১০ পয়েন্টের শট। সেটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আলিফ সেমিফাইনালে হারান ইরানের গোলশানি মোহাম্মদ হোসেনকে। আলিফ চার সেটে মোট ৭ পয়েন্ট তোলেন। প্রথম সেটে এক, দ্বিতীয় সেটে দুই, তৃতীয় সেটে দুই এবং চতুর্থ সেটে আরও দুই পয়েন্টসহ সাত পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে, চার সেটে হোসেন মাত্র এক পয়েন্ট তুলতে পারেন।









