চট্টগ্রাম থেকে: বিপিএলে দারুণ ছন্দে আলিস আল ইসলাম। টানা ভালো বোলিং করার পরও দুর্বার রাজশাহীর বিপক্ষে ছিলেন না চিটাগং কিংসের একাদশে। আগের সাত ম্যাচে নিয়েছেন ৬.৭০ ইকোনমিতে ১১ উইকেট। তারপরও বাদ পড়ার কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কথা। পরীক্ষা দিতে হবে তাকে। যদিও তাকে নিয়েই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছে চিটাগং।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন জমা হয়েছে। আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারি সেটি জানিয়েছেন। আমরা বিসিবির সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দিয়েছি। সেখানেই পরবর্তী প্রক্রিয়া চলবে।’
বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও সরাসরি বোলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন না আলিস। তবে পরীক্ষা দিতে হবে রহস্যময় স্পিনারকে। ঢাকায় ফেরার পর আগামী শনিবার বিসিবির বোলিং অ্যাকশন বিভাগে পরীক্ষা দেবেন ২৮ বর্ষী স্পিনার।
প্রশ্ন ওঠার পরও ঢাকার বিপক্ষে আলিসের খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতীয় দল নির্বাচক হান্নান সরকার- ‘আমরা জানতে পেরেছি যে, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এখনও অবশ্য তিনি খেলতে পারবেন, তবে সতর্কতা হিসেবেই হয়তো আগের ম্যাচে তাকে খেলায়নি দল।’
এরআগেও বোলিং নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছিলেন আলিস। ২০১৯ সালে বিপিএল অভিষেকের আসরে বোলিং অ্যাকশনের প্রশ্ন ওঠে তার। পরীক্ষা দেয়ার আগে চোট পেয়ে ৮ মাসের জন্য ছিটকে যান। পরে অ্যাকশন শুধরে ঘরোয়া ক্রিকেটে ফেরেন।









