গাঙ্গুবাই ও রকস্টারের হাউজ ওয়ার্মিং পার্টিতে ঘরের ছাদ ভেঙ্গে ঢুকে পড়লেন রইস! এরপর জানালেন ঘর মজবুত করার উপায়। আলিয়া ভাট, রণবীর কাপুর ও শাহরুখকে দেখা গেছে এমনই এক বিজ্ঞাপনে। তিন তারকা তাদের জনপ্রিয় তিন চরিত্রের রূপে হাজির হয়েছেন সেখানে।
এক স্টিল ব্র্যান্ডের প্রচারণার জন্য তিন তারকা একসঙ্গে হয়েছেন। বুধবার বিজ্ঞাপনটি প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়। রাংতা স্টিলের সামাজিক মাধ্যমের ওয়ালে বিজ্ঞাপনটি শেয়ার করা হয়।
বিজ্ঞাপন শুরু হয় একটি বাড়ির দরজা দেখিয়ে। সেখানে গাঙ্গুবাই অ্যান্ড রকস্টার লেখা। গাঙ্গুবাই ও রকস্টারের বাড়িতে জমজমাট হাউজ ওয়ার্মিং পার্টি। এর মাঝেই ছাদ ভেঙ্গেচুরে হাজির হন রইস। এরপর উর্দুতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘মা বলতেন, কোনো পার্টিই ছোট নয়। বড় হোক বা ছোট, তোমার যাওয়া উচিত।’
এরপর রকস্টার রইসকে বলেন, ‘দরজা দিয়ে আসতেন’। তখন রইস বলেন, ‘যদি রাংতা স্টিল ব্যবহার করতেন, তাহলে আমি ছাদ ভাঙতে পারতাম না।’
তিন তারকার এই বিজ্ঞাপন দেখে ভক্তরা তাদেরকে এক সিনেমায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘এই তিন তারকাকে এক সিনেমায় চাই।’
২০২৩ সালেও এই তিন তারকা এক বিজ্ঞাপনে দেখা দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে শাহরুখকে দেখা গিয়েছিল জওয়ান সিনেমার চরিত্রে, মেট্রো জিম্মি করতে। আলিয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর শানায়া চরিত্রে দেখা দিয়েছিলেন। আর রণবীর ছিলেন ‘বরফি’র রূপে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







