হামাস প্রধান ইসমাইল হানিয়া’র নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি।
দ্যা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশনা দেন।তিনি এবং অন্যান্য শীর্ষ ইরানী কর্মকর্তারা তেহরানে হামাস প্রধানের হত্যার জবাব দিতে এমন প্রতিশ্রুতি দিয়েছেন।
ইরানের কর্মকর্তারা জানিয়েছে, খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং ইরানী সেনাবাহিনীর কমান্ডারদের বলেছেন, যদি যুদ্ধ বিস্তৃত হয় এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তখন আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় পরিকল্পনা প্রস্তুত করে রাখতে।
খামেনি বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ডের মাধ্যমে, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্র প্রস্তুত করেছে এবং আমরা তার (হানিয়া) রক্তের প্রতিশোধ নেওয়াকে আমাদের কর্তব্য বলে মনে করি, কারণ তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে শহীদ হয়েছেন।
উল্লেখ্য, ইরানের তেহরানে গত বুধবার গুপ্ত হামলায় নিহত হন প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি।









