৭৮তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার মূল প্রতিযোগিতায় বাংলাদেশের শর্টফিল্ম ‘আলী’। এমন অর্জনেই দেশী সিনেমাপ্রেমীরা ছিলেন আপ্লুত। এবার বিশ্বের প্রাচীন আর গৌরবময় উৎসবে ‘আলী’ পেল বিশেষ পুরস্কার।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যায়। এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই বিশেষ সংবাদ পেল বাংলাদেশি ‘আলী’।
এ বছর এই মর্যাদাপূর্ণ আয়োজনের ইতিহাসে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়েই বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘আলী’ পেল স্পেশাল মেনশন! যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বিত মুহূর্ত।
খবরটি কান চলচ্চিত্র উৎসব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ওয়েব সাইটেও ইতিমধ্যে প্রকাশ করেছে৷ এদিকে ‘আলী’র এমন অর্জনের খবরে দেশের সিনেমা অঙ্গনে আনন্দের বন্যা!
এরইমধ্যে নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও ‘আলী’ টিমকে জানিয়েছেন অভিনন্দন। এরআগে কানে ‘আলী’র মনোনয়ন প্রাপ্তির সংবাদের পর আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীব ও টিম ‘আলী’কে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান। এমনকি কান সফরে টিম ‘আলী-কে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তাও করেন।
‘আল’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।
আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।
স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।









