আলোচনায় ছিল আলেক্সান্ডার ইসাক অ্যাস্টন ভিলার বিপক্ষে ইচ্ছে করে মাঠে না নামলে গুণতে হবে জরিমানা। লিভারপুল তাকে ১১০ মিলিয়ন ইউরোতে দলে টানতে চাইলেও আপত্তি জানায় নিউক্যাসল। ইসাকও থাকতে চান না নিউক্যাসলেই। কিন্তু তিনি ইচ্ছে করে অনুপস্থিত ছিলেন অনুশীলনে এবং ভিলার ম্যাচে, যা ঘিরে ক্লাবের সাথে সম্পর্কে তিক্ততা চরমে পৌঁছেছে।
গত শনিবার ভিলা পার্কে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখমুখি হয়েছিল নিউক্যাসল, গোলশূন্যে শেষ হয়। ম্যাচ চলাকালীন ইসাক বাড়িতে ছিলেন। গ্রীষ্মের দলবদল নিয়ে অসন্তুষ্ট তিনি, নিউক্যাসলের সবরকম পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। গত মৌসুমের শেষ ম্যাচের পর থেকে এক মিনিটও মাঠে নামেননি। সতীর্থদের অনুশীলন শেষ হওয়ার পর একাই বেন্টন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেন।
ইসাক ভিলা পার্কের ম্যাচে না খেলায় জরিমানা করা হবে। পেশাদার ফুটবলের নিয়ম অনুযায়ী নিজ ইচ্ছায় ম্যাচ প্রত্যাখ্যান করলে সর্বোচ্চ দুই সপ্তাহের বেতন জরিমানা হতে পারে। নিউক্যাসল শাস্তি প্রয়োগ করলে ইসাককে জরিমানা দিতে হবে প্রায় ২ লাখ ৪০ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি। মূলত নিউক্যাসলের কাছে বেতন বাড়ানোর কথা বলে সমস্যার মুখোমুখি হচ্ছেন সুইডিশ তারকা ইসাক, ২০২৮ পর্যন্ত ২৫ বর্ষী তারকার চুক্তি আছে ক্যাসলের সাথে।
ম্যাচের আগে লিউক্যাসল কোচ এডি হাও বলেছেন, ‘জরিমান বা শাস্তি নিয়ে আমার কিছু বলার নেই। এসব দেখবে ক্লাব। আমি শুধু দলের পরের ম্যাচে মনোযোগ দিতে চাই।’
ম্যাচের পর হাও বলেছেন, ‘কোনকিছু এখনও বদলায়নি, তার জন্য দরজা খোলা আছে। কিন্তু সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এসবের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, শুধু ইসাকের হাতেই আছে। শুধু চাই না দলে কোন বিভ্রান্তি সৃষ্টি হোক।’
ইংলিশ সাবেক ওয়েইন রুনির সাথে আলাপে নিউক্যাসলের সাবেক অ্যালান শিয়েরার কথা বলেছেন ইসাক প্রসঙ্গে। কঠোর সমালোচনা করেছেন, ‘ইসাক যদি দল ছাড়তে চান, তাহলে দলবদলের আবেদন জমা দেবেন, কিন্তু খেলতে বা অনুশীলন করতে আসবেন না এটা কোন ঠিক পথ হতে পারে না। যে ফুটবলার মাঠে নেমেছেন, তারা প্রাণপণ লড়াই করেছেন হাজারো সমর্থকের জন্য, দলের জন্য। অথচ তাদের এক সতীর্থ ঘরে বসে সেটি দেখছেন, খেলতে অস্বীকার করছেন, অথচ সপ্তাহে এক লাখ পাউন্ডের বেশি বেতন পাচ্ছেন তিনি। সমর্থকরা টিকিট, যাতায়াত সবমিলিয়ে অনেক অর্থ খরচ করে খেলা দেখতে আসেন, স্বাভাবিকভাবেই তাদের রাগ উঠবে এসব দেখলে। চুক্তির এখনও তিন বছর বাকি, এমন আচরণ গ্রহণযোগ্য নয়।’









