উইম্বলডনের ফাইনাল জিতলে ছেলে-মেয়ে মিলিয়ে টেনিস ইতিহাস গড়তেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টের পাশে বসতেন ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী। ছুঁয়ে ফেলতেন সবচেয়ে বেশি ৮ বার উইম্বলডন একক জয়ে রজার ফেদেরারের রেকর্ডও। তা আর হল কই! আলকারাজের বিপক্ষে হেরে স্বপ্ন আপাতত ভেস্তে গেছে মহাতারকার। কাছে গিয়েও এমন হার হজম করতে বেশ কষ্ট হয়েছে সার্বিয়ান জোকারের।
এবছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জিতেছেন জোকোভিচ। উইম্বলডনের ফাইনালেও ফেভারিট ছিলেন। সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস গড়েছেন স্প্যানিশ তারকা আলকারাজ। জোকোকে হারিয়ে জিতেছেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার রেকর্ডও গড়েছেন।
রোববার সেন্টার কোর্টে ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জোকোভিচকে হারান ২০ বর্ষী স্প্যানিশ তারকা আলকারাজ। উইম্বলডনের দুই ফাইনালিস্টের মধ্যে বয়সের পার্থক্য ১৬ বছর। ১৯৭৪ সালের পর ছেলেদের গ্র্যান্ড স্লাম ফাইনালে বয়সের এত ব্যবধান দেখা গেল।
হেরে ৩৬ বর্ষী জোকোভিচ বলেছেন, ‘খুব কাছে গিয়ে জয় না পাওয়ার ব্যাপারটা হজম করা খুব কঠিন। তবে একটা বিষয় আলাদা করেই বলতে হবে, আমি একজন সেরা খেলোয়াড়ের কাছেই হেরেছি। তাকে অভিনন্দন জানাতে হবে। আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
ফাইনালে হেরে কান্নাভেজা চোখ লুকাতে চেয়েছিলেন জোকোভিচ। কারণ বাবার খেলা দেখতে উপস্থিত ছিলেন ছেলেও। সেসময় ছেলের উদ্দেশ্যে বলেছেন, ‘আমার ছেলেকে এখানে দেখতে পেয়ে ভালো লাগছে, সে হাসছে। আমি তোমাকে ভালোবাসি, আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আমরা সবাই একটি বড় আলিঙ্গন করতে পারি।’







