ফ্রেঞ্চ ওপেনের ছেলেদের এককে মিলল নতুন রাজার। প্রত্যাবর্তনের গল্প লিখে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ।
১২৩তম আসরে ফাইনালে ৪ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে জভেরেভকে ৩-২ সেটে হারিয়েছেন স্প্যানিশ তারকা। আলকারাজের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা এটি। আগে উইম্বলডন ও ইউএস ওপেন জিতেছেন। চার গ্র্যান্ড স্লামের মধ্যে শুধু অস্ট্রেলিয়ান ওপেন জেতা বাকি ২১ বর্ষী তারকার।
অন্যদিকে নিজের দুই গ্র্যান্ড স্লাম ফাইনালেই পরাজয় দেখলেন ২৭ বর্ষী জভেরেভ। ২০২০ ইউএস ওপেনের ফাইনালে ২-০ সেটে এগিয়ে গিয়েও অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে ৩-২ সেটে হেরে যান।
প্যারিসে লাল কোর্টের লড়াইয়ে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছিলেন আলকারাজ। পরের দুই সেটে জভেরেভের কাছে হেরে যান ২-৬, ৫-৭ ব্যবধানে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান। জভেরেভকে পাত্তা না দিয়ে পরের দুই সেট ৬-১ ও ৬-২ ব্যবধানে জিতে শিরোপা নিজের করে নেন স্প্যানিশ তারকা।









