গ্র্যান্ড স্লামের ফাইনালে হারলেও প্যারিস অলিম্পিকে ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়েছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। পঞ্চমবারের চেষ্টায় অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন ২৪ গ্র্যান্ড স্লামজয়ী। হারের পর আলকারাজকে কী বলেছিলেন জোকোভিচ, সেটা প্রকাশ করেছেন স্পেনিয়ার্ড তারকা।
জোকোর মন্তব্য নিয়ে আলকারাজ জানান, ‘তিনি আমাকে বলেছিলেন যে, আমি একদিন অলিম্পিক পদক জিতবো। আমরা সে বিষয়টি নিয়ে একসাথে কাজ করবো। তিনি নিশ্চিত, আমার সময় একদিন অবশ্যই আসবে।’
রোববার প্যারিস অলিম্পিকে টেনিসে ছেলেদের একক ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জোকো ও আলকারাজ। দাপুটে পারফরম্যান্সে সার্বিয়ান কিংবদন্তি ৭-৬ (৩), ৭-৬ (২) সেটে জিতে সোনার হাসিতে মেতেছেন।









