রোলাঁ গারোতে প্রত্যাবর্তনের মহাকাব্য রচনা করেছেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে প্রথম দুটি সেট হেরে যান ইয়ানিক সিনারের কাছে। এরপর দারুণভাবে ফেরেন স্পেন তারকা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লড়াইয়ে সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ২০২৪ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বর্ষী তারকা।
৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে আলকারাজ ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জিতলেন ৪-৬, ৬-৭ (৪/৭), ৬-৪, ৭-৬ (৭/৩), ৭-৬ (১০/২) গেমে। ফ্রেঞ্চ ওপেনে তার দ্বিতীয় শিরোপা এটি।
ফাইনালে প্রথম সেটে হেরে যান ৪-৬ গেমে। দ্বিতীয় সেটে ব্যবধান দাঁড়ায় ৬-৬ গেমে। পরে টাইব্রেকে ফলাফল আজে ৪-৭। ৬-৭ ব্যবধানে হেরে যান আলকারাজ। প্রথম দুই সেটে হারের পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান। ৬-৪ গেমে সিনারকে হারান। চতুর্থ সেটে প্রায়ই জিতেই গেছিলেন ইতালির তারকা। ৫-৩ গেমে এগিয়ে ছিলেন তিনি। চলমান গেমেও ৪০-০ পয়েন্টে এগিয়ে ছিলেন সিনার। আর একটি পয়েন্ট পেলেই প্রথমবার লাল দুর্গের রাজা হতেন সিনার। তবে আলকারাজ তা হতে দেননি।
টেনিসে পুরুষদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা খেলোয়াড়ের বিপক্ষে টানা তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জিতে নেন গেম। এরপর ৬–৬ করে টাইব্রেকারে সেটটি জিতে ম্যাচটিকে নিয়ে যান পঞ্চম সেটে। আর সেইসেট টাইব্রেকার জিতে ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গের মুকুট ধরে রাখলেন।









