সৌদি প্রো লিগের ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরকে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইংলিশ ক্লাব লেস্টার সিটির সাবেক স্ট্রাইকার আহমেদ মুসার চুক্তির পুরো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ক্লাবটির উপর এমন খড়গ নেমে এসেছে।
এ মৌসুমে আল নাসের নতুন কোনো খেলোয়াড়ের নিবন্ধন করতে পারবে না। কারণ হিসেবে ২০১৮ সালে মুসা ১৪ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদিতে আসা এবং ক্লাবটির লেস্টার সিটির অ্যাড-অনের সেই অর্থ পরিশোধ না করার কথা বলা হয়েছে।
মুসা প্রো লিগের শিরোপা জিতেছিলেন, ২০২০ সালে তাকে ছেড়ে দেয় ক্লাবটি। ফিফা এখন রায় দিয়েছে ক্লাবটি পারফরম্যান্স সম্পর্কিত অ্যাড-অনের ৩৯০,০০০ ইউরো লেস্টার সিটিকে দেয়নি। ২০২১ সালে এজন্য আল নাসেরকে সতর্ক করা হয়েছিল, যদি তারা অর্থ পরিশোধ না করে তাহলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
ফিফার রায়ে বলা হয়েছে, ক্লাবের পরপর তিনটি চুক্তির ক্ষেত্রে এটি কার্যকর হবে। তবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ বলছে, নিষেধাজ্ঞা ওঠাতে জরিমানার অর্থ পরিশোধ করতে প্রস্তুত তারা। ক্লাবটি সবশেষ চুক্তিতে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দলে আনছে।








