ক্রিস্টিয়ানো রোনালদোর ডাকে সৌদির আল-নাসেরে যোগ দিয়েছেন স্বদেশী জোয়াও ফেলিক্স। আক্রমণভাগের পর ক্লাবটি রক্ষণের শক্তি বাড়াতে চাচ্ছে। বায়ার্ন মিউনিখের সাউথ কোরিয়ান সেন্টারব্যাক কিম মিন-জায়েকে দলে পেতে চায় সৌদি প্রো লিগের দলটি।
জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে কিম মিন-জায়েকে নিয়ে আলোচনা শুরু করেছে আল-নাসের। চলতি গ্রীষ্ম দলবদলেই চুক্তি সম্পন্ন করতে চায় সৌদি ক্লাবটি। এখনও চূড়ান্ত কিছু ঘটেনি। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে খবর। ২৮ বর্ষী কিম নিজেও সৌদি আরবে খেলতে আগ্রহী।
আল-নাসরে ফরাসি ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের অবস্থান এখন অনিশ্চিত। ফর্মে ধারাবাহিকতা না থাকায় তাকে বিদায় জানাতে পারে ক্লাবটি। কিমকে লাপোর্তের বিকল্প ভাবছে তারা।
২০২৩ সালে ইতালিয়ান ক্লাব নাপোলিতে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কিম। বায়ার্ন রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বায়ার্ন সম্প্রতি বেয়ার লেভারকুসেন থেকে জার্মান তারকা জনাথন তাহকে টেনেছে, ফলে কিমের স্কোয়াডে গুরুত্ব কিছুটা কমে যেতে পারে।
আল-নাসের এমুহূর্তে প্রি-সিজন ট্যুরে প্রীতি ম্যাচ খেলছে। তাদের পরবর্তী ম্যাচ স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে, রোববার এস্টাদিও মেদিতেরানেও স্টেডিয়ামে হবে ম্যাচ। সৌদি সুপার কাপের ম্যাচে ১৯ আগস্ট তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আল-ইত্তিহাদের বিপক্ষে।









