ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসেরের কোচ লুইস ক্যাস্ত্রোকে ছাঁটাই করা হয়েছে। নতুন মৌসুম শুরুর পর ক্লাবের দুর্বল পারফরম্যান্সের জেরে এমন সিদ্ধান্ত। পর্তুগীজ মহাতারকার আসার পর এ নিয়ে দ্বিতীয় কোচ বদল করল ক্লাবটি।
৬৩ বর্ষী ক্যাস্ত্রো নতুন মৌসুমে ভালো শুরু এনে দিতে পারেননি। তিন ম্যাচ খেলে মাত্র একটি জয় দলের। রোনালদো দলে যোগ দেয়ার চার মাস পর আল নাসের কোচ রুডি গার্সিয়াকে বদল করেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসের জানিয়েছে, ‘আল নাসের এমন ঘোষণা করতে পারে যে, দলটির প্রধান কোচ লুইস ক্যাস্ত্রো দল ছেড়ে দিয়েছেন। আল নাসরের সবাই লুইস এবং তার কর্মীদের গত ১৪ মাসের নিবেদিত কাজের জন্য ধন্যবাদ জানাতে চায়। ভবিষ্যতে তাদের জন্য শুভ কামনা রইলো।’
পোর্তোর সাবেক কোচ ক্যাস্ত্রো সৌদি আরবে এসে ক্লাবকে গুরুত্বপূর্ণ কোনো শিরোপা দিতে পারেননি। ২০২৩ সালের জুলায়ে গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।









