সৌদি প্রো লিগের দল আল নাসেরের চায়নাতে দুটি ম্যাচ খেলার কথা ছিল। তবে পেশীর চোটে সে দুটি ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। এ ঘটনার জেরে ক্ষমা চেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা। আনুষ্ঠানিক বিবৃতিতে তার ম্যাচ না খেলার বিষয়টি জানিয়েছে আল নাসের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসের জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ২৪ এবং ২৮ জানুয়ারি সাংহাই সিনহুয়া এবং ঝিজিয়াংয়ের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ ছিল। তবে তা বাতিল হয়েছে এবং পরবর্তী সময়ে এ ম্যাচের সময় জানিয়ে দেয়া হবে।’
‘শেনঝেনে আমরা চীনা ফুটবল সমর্থকদের জন্য বিশেষ করে রোনালদো সমর্থকদের ডাকে এসেছিলাম। সেটা বিবেচনায় সৌদি ও চীনের অটুট বন্ধন ঠিক রাখতে পরিকল্পিত এ সফর সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শেনঝেন আমাদের সাদরে গ্রহণ করেছে এবং আমাদের অধিনায়ককে সম্মান দেখিয়েছে।’
‘আয়োজক এবং প্রোমোটারদের সাথে আলোচনায় শীঘ্রই নতুন সূচি ঠিক হবে। আমরা চীনা সমর্থকদের ভালোবাসি এবং শীঘ্রই তাদের সামনে খেলতে পারব বলে আশা করছি।’







