এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বসুন্ধরা কিংস। লেবাননের ক্লাব আল আনসার এফসির কাছে ৩-০ গোলে হেরে আসর থেকে ছিটকে গেল বাংলাদেশের ক্লাবটি। ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মারিও গোমেজের শিষ্যরা, দেখে টানা দ্বিতীয় হার।
চ্যালেঞ্জ লিগের ওয়েস্ট রিজিয়নের তিনটি গ্রুপে থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে। তিন দলের মধ্যে রানার্স আপ হিসেবে পয়েন্টে এগিয়ে থাকা আরেকটি দল পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এর মধ্যে গ্রুপ ‘এ’তে দ্বিতীয় স্থানে আছে ওমানের ক্লাব আল সাবাব, যাদের পয়েন্ট ৬। অন্য দিকে দুই ম্যাচে হারায় কিংসের পয়েন্ট শূন্য। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে কিংস কুয়েতের ক্লাব কুয়েত এসসি সাথে জিতলেও পয়েন্ট টেবিলের হিসেবে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না।
কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে কিংসরা পুরো ম্যাচে মাত্র ২৯ শতাংশ বল দখলে রেখেছিল। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ চালায় আল আনসার। তাদের হয়ে গোল ৩টা করেন আবুবকর আকুকি, হিচেম খালফাল্লাহ এবং মোহাম্মদ হেবউস
ম্যাচের শুরুতে জালের দেখা পায়নি কোন দল। বিরতিতে যাওয়ার ২ মিনিট আগে আল আনসারের হয়ে লিড এনে দেন আবুবকর আকুকি। ১-০ গোলে পিছিয়ে পরে বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিচেম খালফাল্লাহ। ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে যোগ করা সময় আল আনসারের স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন মোহাম্মদ হেবউস।









