বলিউডের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি গানেও প্রতিভা দেখিয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন অক্ষয় কুমার। সোমবার অভিনেতা নিজের গাওয়া ভক্তিমুলক গান ‘শম্ভু’র মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।
সুধীর জাদুবংশী এবং বিক্রম মন্ত্রজের সঙ্গে গানটি গেয়েছেন অক্ষয়। গান প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার হৃদয়ে গভীর থেকে এসেছে শম্ভু। দীর্ঘকাল ধরে আমি শিবভক্ত ছিলাম কিন্তু ইদানীং, তার সাথে আমার সংযোগ এবং তার প্রতি ভক্তি আরও গভীর হয়েছে।’
অভিনেতা আরও বলেন, ‘শিবের প্রতি আমার যেই ভক্তি, তার কেবল এক ফোটা এই গান।!’
গানটিতে অক্ষয়কে শিবের ভক্তের রূপে দেখা গেছে। তার কপালে দেখা গেছে তিলক।
অক্ষয় সম্প্রতি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির শুটিং শেষ করেছেন। এই ছবিতে আরও আছেন টাইগার শ্রফ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







