ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হার দেখেছে বাংলাদেশ। সুপার ওভারে ক্যারিবীয়দের ১০ রানতাড়ায় নেমে বাংলাদেশ ৯ রান তুলতে পারে। ম্যাচে ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন রিশাদ হোসেন। তবে সুপার ওভারে তাকে দেখা যায়নি। ছন্দে থাকা রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না দেখে অবাক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার আকিল হোসেন।
সুপার ওভারে সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। দুটি ওয়াইড ও একটি নো বল পাওয়ার পরেও ১১ রান করতে ব্যর্থ হন তারা। সুপার ওভারে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রিশাদকে ব্যাটিংয়ে না অবাক হওয়ার কথা জানান আকিল হোসেইন। ক্যারিবীয় স্পিনারের মতে, সুপার ওভারে রিশাদ না থাকায় তাদের কাজ সহজ হয়ে গেছে।
বলেছেন, ‘আমি অবাক হয়েছি (রিশাদকে না দেখে)। আমি বলতে চাচ্ছি, ম্যাচে সে-ই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে। মাত্র ১৪ বলে ৩৯ রান করেছে এবং অপরাজিত ছিল। কিন্তু সে সুপার ওভারে নেই। যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত। মূল ম্যাচেও ২টি ছক্কা মেরেছে সেদিকে।’
‘অবশ্যই আমরা অবাক হয়েছিলাম যে সে (রিশাদ) সুপার ওভারে একদমই নামল না। এটি অবশ্যই আমাদের পক্ষে কাজ করেছে। সে অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারছিল। লম্বা হওয়ায় তার কাজটাও সহজ ছিল। কিন্তু তারা তাকে নামায়নি। আমাদের জন্যই ভালো হয়েছে (হাসি)।’









