‘এটা বিসিসিআই ইভেন্ট, আইসিসির ইভেন্ট মনে হয়নি’ ও পাকিস্তান দল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা উপভোগ করেনি এবং ‘দিল দিল পাকিস্তান’ আনঅফিসিয়াল গানও বাজানো হয়নি- পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের এমন মন্তব্যে খুশি হননি ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। তার মতে পাকিস্তান স্পষ্ট ব্যবধানে হেরেছে এটাই আসল বিষয় এবং ওসব কোনো অজুহাত হতে পারে না।
৪৬ বর্ষী ডানহাতি সাবেক ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিজে ওয়ালা বাবু আমার গান বাজাও… মানে সত্যিই বিষয়টি এমন? হায়দরাবাদে দর্শকরা যখন ‘পাকিস্তান জিতবে’ এমন শ্লোগান দিচ্ছিল, তখন শ্রীলঙ্কাকে অভিযোগ করতে শুনেছেন? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিজে যদি ‘দিল দিল পাকিস্তান’ গান একবারও বাজাত তাহলে সত্যিই অবাক হতাম।’
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিল লাখ পেরোনো দর্শক। ঘরের মাঠে হাতেগোনা কয়েকজনকে বাদ দিলে প্রায় সবই ছিল স্বাগতিক সমর্থক। এতে বেশ বিরক্ত পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার মন্তব্য ছিল, এটিকে আইসিসির কোনো ইভেন্ট মনে হচ্ছে না, বরং ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ বলে মনে হয়েছে।







