ইসরায়েলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব নিষিদ্ধ করার জন্য আমস্টারডাম সিটি কাউন্সিল পদক্ষেপ নিয়েছে। কাউন্সিলের অধিকাংশ সদ্যস এ পদক্ষেপে সমর্থন করেছে। গত নভেম্বরে আয়াক্স এবং ম্যাকাবি তেল আবিবের মধ্যকার ইউরোপা লিগের ম্যাচের পর আমস্টারডামে সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তেল আবিব ছাড়াও কিছু স্পোর্টস ক্লাব, যাদের রাষ্ট্র দখলদারিত্ব বা বর্ণবাদে অভিযোগ আছে সেসব শহরে ক্লাবগুলোকে নিষিদ্ধ বা অবাঞ্ছিত করার একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
নেদারল্যান্ডস ডেঙ্ক পার্টির নেতা শেহের খানের উত্থাপিত এ প্রস্তাবে বলা হয়, অবৈধ বসতিতে প্রতিষ্ঠিত ক্লাবগুলোকে লক্ষ্য করে তারা নিষিদ্ধের প্রস্তাবনা দেয়। তারা উল্লেখ করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে অবদান রাখছে, অথবা কট্টরপন্থীদের মধ্যে চরমপন্থী এবং বর্ণবাদী অভিব্যক্তির বিরুদ্ধে তারা এ ব্যবস্থা নিচ্ছে।
এ পদক্ষেপে আমস্টারডামের বাসিন্দাদের সমর্থনের কথা জানা গেছে। শহরটির মেয়র ফেমকে হালসেমা পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, ম্যাকাবি সমর্থকদের আর এ শহরে আমন্ত্রণ জানানো হবে না। এই প্রস্তাবের মাধ্যমে, কাউন্সিল এখন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ক্লাবটিকে অবাঞ্ছিত ঘোষণা করার কথা।
কাউন্সিল এ সপ্তাহে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এবং ডাচ অলিম্পিক কমিটিসহ জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে একটি চিঠি পাঠাবে। সেই চিঠিতে নেদারল্যান্ডসের ক্রীড়া ইভেন্ট থেকে এ জাতীয় ক্লাবগুলোকে বাদ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
শেহের খান বলেছেন, ‘জাতীয়ভাবে, রাশিয়ার মতো দেশের ক্লাবগুলিকে ইতিমধ্যেই নেদারল্যান্ডসে খেলতে নিষেধ করা হয়েছে। তবুও ইসরায়েলি ক্লাবগুলোর জন্য, এমন কোনও নিয়ম বিদ্যমানড় নেই।’









