থাম্মা, স্ত্রী ২–এর সংগীত পরিচালক সচিন সাংভি (সচিন-জিগার জুটি) গ্রেপ্তার৷ এক নারীকে যৌন নিগ্রহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে!
পুলিশ জানিয়েছে, সংগীত অ্যালবামে সুযোগ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামের মাধ্যমে সচিনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে সচিন তাকে অ্যালবামে কাজের সুযোগের আশ্বাস দেন এবং ফোন নম্বর বিনিময় করেন।
অভিযোগ অনুযায়ী, সচিন তাকে নিজের স্টুডিওতে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন এবং একাধিকবার যৌন নির্যাতন করেন।









