আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ডে নাম লিখিয়েছেন নেপালের মিডলঅর্ডার ব্যাটার ২৪ বর্ষী দীপেন্দ্র সিং আইরি। শনিবার আল আমারাত এসিসি মেন্স প্রিমিয়ার কাপ ম্যাচে কাতারের বিপক্ষে এ কীর্তি গড়েছেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কা মারা তৃতীয় খেলোয়াড় হলেন আইরি।
এক ওভারে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় ছক্কার এলিট ক্লাবে প্রবেশ করা প্রথম খেলোয়াড় ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটার। পরে ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কাইরেন পোলার্ড ছয় ছক্কা হাঁকিয়েছিলেন।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে নেপাল। শেষ ওভারে ১৫ বলে ২৮ রানে থাকা আইরি মুখোমুখি হন কাতারের মিডিয়াম পেসার কামরান খানের। এবং, ছয় বলে হাঁকান ছয় ছক্কা।
২১ বলে আইরি করেন ৬৪ রান, নেপালের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১০ রান। এরআগে ২০২৩ সালে চীনে হওয়া এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে আইরি ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলে। অবশ্য সেটি ছিল দুই ওভার মিলিয়ে।
পরে ব্যাট করতে নেমে ১৭৮ রানে থেমেছে কাতার। ৩২ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে নেপাল।







