গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ (১৪ মে) মঙ্গলবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি তিনতলা ভবনে বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
গাজায় জাতিসংঘের বিদেশী কর্মকর্তাকে হত্যার নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস। জাতিসংঘ লেখা একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি নিহত হন। তবে ওই কর্মকর্তা কোন দেশের নাগরিক তা জানায়নি জাতিসংঘ।
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে গণহত্যা মনে করে না বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র হামাসের পতন দেখতে চায়।









