মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি, যার ফলে তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী ফ্লাইটটি চেন্নাইয়ে জরুরি অবতরণ করেছে৷ এসময় ফ্লাইটে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফ্লাইটে থাকা কংগ্রেস নেতা ও সাংসদ কে সি ভেনুগোপাল।
সোমবার (১১ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়, গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।
এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটিতে কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে সি ভেনুগোপালসহ আরও বেশ কয়েকজন সাংসদ এবং শত শত যাত্রী ছিলেন।
উড়োজাহাজ সংস্থাটি বিবৃতি দিয়ে জানায়, রোববার সন্ধ্যায় তিরুঅনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-২৪৫৫৷ মাঝ আকাশে উড়োজাহাজে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়৷ যার কারণে চেন্নাইতে ঘুরিয়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ভেনুগোপাল বলেন, ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলাম৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই-২৪৫৫ ফ্লাইটে আমি-সহ বেশ কয়েকজন সাংসদ এবং শত শত যাত্রী ছিলাম৷ ফ্লাইটটি আমাদের নিয়ে ভয়াবহভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছিল। প্রথমত ফ্লাইটটি দেরি করে যাত্রা শুরু করে, তারপর মাঝ আকাশে যা শুরু হয়েছিল তা এক ভয়াবহ অভিজ্ঞতা। উড়োজাহাজ ওড়ার কিছুক্ষণ পরেই আমরা অভূতপূর্ব অস্থিরতার শিকার হয়েছিলাম। প্রায় এক ঘণ্টা পরে ক্যাপ্টেন উড়োজাহাজে সিগন্যালের ত্রুটির কথা ঘোষণা করে চেন্নাইতে ঘুরিয়ে দেন৷
তিনি বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে আমরা বিমানবন্দরে অবতরণের জন্য ছাড়পত্রের অপেক্ষায় আকাশে ঘুরছিলাম৷ এরপর যখন প্রথম চেষ্টায় আমাদের উড়োজাহাজ অবতরণ করবে সেই সময় হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন হই৷ একই রানওয়েতে আরেকটি উড়োজাহাজ ছিল কিন্তু সেই মুহূর্তের মধ্যেই ক্যাপ্টেনের দ্রুত অবতরণের সিদ্ধান্ত যাত্রীদের সকলের জীবনরক্ষা করেছে। দ্বিতীয় প্রচেষ্টায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে৷
কংগ্রেস নেতা লিখেছেন, আমরা ক্যাপ্টেনের দক্ষতা এবং ভাগ্যের জন্য বেঁচে গিয়েছিলাম। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। আমি এই ঘটনার ডিজিসিএ এবং বিমান পরিবহণ মন্ত্রণালয়ের কাছে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি৷
যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে ভেনুগোপালের করা দাবিগুলো খারিজ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া৷ বিমান সংস্থাটি বলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলকভাবে চেন্নাইতে ফ্লাইটটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।
এয়ার ইন্ডিয়ার দাবি, চেন্নাই বিমানবন্দরে প্রথম অবতরণের সময় চেন্নাই এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল৷ রানওয়েতে অন্য কোনো উড়োজাহাজের উপস্থিতির কারণে নয়৷ আমাদের পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সুপ্রশিক্ষিত এবং এই ক্ষেত্রে তারা পুরো ফ্লাইটজুড়ে স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুসারে, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত এআই-২৪৫৫ ফ্লাইটটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে ছিল। উড়োজাহাজটি রাত ৮টার কিছু বেশি সময় পরে তিরুঅনন্তপুরম থেকে ওড়ে এবং রাত ১০টা ৩৫ মিনিটে চেন্নাইতে অবতরণ করে।









