উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি।
আজ (১৫ ডিসেম্বর) সোমবার তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর আগে বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চার ঘণ্টার ফ্লাইটে নেওয়া নিরাপদ বলে মনে হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে। আল্লাহ চাইলে হাদি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।
ডা. মো. সায়েদুর রহমান আরও জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা ও সার্বিক বিষয় তত্ত্বাবধানে সেখানকার বাংলাদেশ হাই কমিশনার সরাসরি যুক্ত থাকবেন। হাদির গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া বাকি অর্গানগুলো কিডনি, হার্ট এবং ফুসফুস নিয়ন্ত্রণাধীন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।








