অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কার্যনির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। উপকূলীয় রাজ্য গোয়ায় ইন্ডিয়ান উইমেন্স লিগ (আইডব্লিউএল) চলাকালীন মাতাল অবস্থায় দুই নারী ফুটবলারের কক্ষে ঢুকে তিনি মারধর করেছেন।
অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর ভারত ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দীপক শর্মাকে বরখাস্ত করেছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন এবং অভিযোগ অস্বীকার করে নিয়েছেন।
এআইএফএফ বিবৃতিতে বলেছে, ‘কার্যনির্বাহী কমিটি দীপক শর্মাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফুটবল-সম্পর্কিত যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
সংস্থাটির সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ‘এআইএফএফ একটি নিরাপদ এবং উপযুক্ত পরিবেশে নারীদের ফুটবল প্রচারের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। বিষয়টি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।’







