ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করা এসব ত্রাণবাহী ট্রাকের মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
বিবিসি জানিয়েছে, ক্রসিং কতক্ষণ খোলা থাকবে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েল এখন পর্যন্ত ২০টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে।
হামাসের মিডিয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং সীমিত পরিমাণ টিনজাত খাবার নিয়ে ২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে অঞ্চলটিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এতদিন কোন সহায়তা প্রবেশ করতে না পারায় সেখানকার ২৩ লাখের মানুষের খাদ্য, ওষুধ ও পানীয়র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ১৫তম দিনে গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং খুলে দিল মিসর।
রাফাহ ক্রসিং পয়েন্ট হলো মিশর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট।







