বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত ‘রেইড ২’। মুক্তির চতুর্থ দিনে (রবিবার) এই ক্রাইম থ্রিলারটি ২২.৫২ কোটি টাকার বিশাল কালেকশন করেছে, যা আগের দিনের তুলনায় ২১% বেশি।
মুক্তির প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’ আয় করে ১৯.৭১ কোটি রুপি। যা দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ১৩.০৫ কোটি ও ১৮.৫৫ কোটিতে পৌঁছে। তবে রবিবার (৪ মে) ছুটির দিন হওয়ায় সিনেমাটি সবচেয়ে বেশী আয় করে।
ছবির বাজেট সব মিলিয়ে ১২০ কোটি রুপির মতো। অথচ মাত্র চার দিনেই ছবিটি আয় করে ফেলেছে ৭৩.৮৩ কোটি রুপি (নেট কালেকশন)। এরমধ্যে দিয়ে উদ্বোধনী ছবি হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়কারী ৩য় হিন্দি ছবির আসনে স্থান করে নিলো ‘রেইড ২’।
এরআগে মুক্তির প্রথম সপ্তাহে শুধু ছাভা– ১২১.৪৩ কোটি এবং সিকান্দার – ৮৬.৪৪ কোটি রুপি আয় করে।
‘রেইড ২’ মুক্তির প্রচারণা তেমন জোরালো ছিল না, কিন্তু সিনেমার বিষয়বস্তু দর্শকদের টেনেছে বলেই দর্শক হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন বলে মন্তব্য করেছেন সিনেবিশ্লেষকরা। বলছেন, ‘কন্টেন্ট ইজ কিং’ — সেটাই যেন আবার প্রমাণিত হলো।
‘রেইড ২’ হচ্ছে ২০১৮ সালের সফল সিনেমা ‘রেইড’-এর সিকুয়েল, যেখানে অজয় দেবগন আবারো ইনকাম ট্যাক্স অফিসার আমায় পটনায়েক চরিত্রে ফিরেছেন। এই সিনেমাটিও একটি রিয়েল-লাইফ ইনস্পায়ার্ড ইভেন্ট-এর উপর ভিত্তি করে নির্মিত, যেখানে একটি হাই-প্রোফাইল ইনকাম ট্যাক্স রেইড দেখানো হয়েছে—যা দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।
প্রথম পর্বটির মতো এটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা। রেইড ২-এ গল্প আগের চেয়েও বিশাল পরিসরে ছড়িয়েছে, যেখানে শুধু একটি বাড়ি বা ব্যবসা নয়, বরং একটি পুরো নেটওয়ার্ক ও রাজনৈতিক সিন্ডিকেট-কে টার্গেট করা হয়। অজয় দেবগনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ।









