যুক্তরাষ্ট্রের স্কুলে এআই অস্ত্র স্ক্যানার বিক্রি করা একটি নিরাপত্তা সংস্থাকে ছুরি শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রযুক্তি সম্পর্কে প্রশ্নের মুখোমুখি করা হয়েছে। কারণ তাদের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের সিস্টেমটি একজন ছাত্রকে ছুরিসহ স্কুলে প্রবেশ করার সময় সনাক্ত করতে পারেনি।
বিবিসি জানায়, গত বছর হ্যালোইন উৎসবের সময় এহনি লার হটু নামের একজন ছাত্র নিউইয়র্কের ইউটিকাতে, তার স্কুলের করিডোরে হাঁটার সময় অন্য একজন ছাত্র তাকে ছুরি দিয়ে আঘাত করে। ভুক্তভোগীর আইনজীবী জানায়, এহনি লার’র মাথা, ঘাড়, মুখ, কাঁধ, পিঠ এবং হাতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।
‘ইভলভ টেকনোলজি’ নামে একটি কোম্পানির ‘অস্ত্র শনাক্তকরণ সিস্টেম’ স্থাপন করা পরেও হামলায় ব্যবহৃত ছুরিটি উচ্চ বিদ্যালয়ে আনা হয়েছিল।
ইভলভ টেকনোলজি হল একটি নিরাপত্তা সংস্থা যারা ‘অস্ত্র শনাক্তকরণ সিস্টেম’ বিক্রি করে থাকে।
ইভলভের পক্ষ থেকে জানানো হয়, ধাতু শনাক্ত করা ছাড়াও এই স্ক্যানার অস্ত্র সনাক্ত করতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ সাহায্য নিয়ে থাকে। সিস্টেমটি বিভিন্ন গোপন অস্ত্র যেমন ছুরি, বোমা বা বন্দুক সনাক্ত করতে পারে। সংস্থাটি বলেছে, তাদের সিস্টেমটি অত্যন্ত নির্ভুল।
তবে এক পরীক্ষায় দেখা যায়, তাদের সিস্টেমটি নির্ভরযোগ্যভাবে বড় ছুরি শনাক্ত করতে ব্যর্থ। ইভলভের স্ক্যানার এক পরীক্ষায় ৪২ শতাংশ বড় ছুরি সনাক্ত করতে পারেনি। এরপরও সংস্থাটি স্কুলগুলোতে ব্যাপকহারে তাদের প্রযুক্তি বিক্রি করে চলেছে।
২০২২ সালের মার্চ মাসে, ইউটিকা স্কুল বোর্ড ১৩টি স্কুলের জন্য ইভলভের অস্ত্র স্ক্যানিং সিস্টেম কিনেছিল। ৩১ অক্টোবর। সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এহনি লার হটুর আক্রমণকারী ইভলভের স্ক্যানার পার করে স্কুলে প্রবেশ করে।
ইউটিকা স্কুলের সুপারিনটেনডেন্ট ব্রায়ান নোলান বলেছেন, আমরা যখন ভয়ঙ্কর ভিডিওটি দেখেছিলাম, তখন আমরা সবাই একই প্রশ্ন করেছিলাম। কীভাবে ছাত্রটি স্কুলে ছুরি নিয়ে এল?।
ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিটি ৯ ইঞ্চির বেশি লম্বা ছিল। পরে তদন্তে দেখা যায়, ইভলভের অস্ত্র শনাক্তকরণ সিস্টেম ছুরি শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়নি।
এরপর, প্রক্টর হাই স্কুল থেকে স্ক্যানারগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ১০টি মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। তবে জেলার বাকি ১২টি বিদ্যালয়ে এখনও এই স্ক্যানার চালু রয়েছে।
ইভলভ এর ওয়েবসাইটে ছুরিকাঘাতের ঘটনার পর কিছু পরিবর্তন করা হয়। গত বছরের অক্টোবর পর্যন্ত, ইভলভের হোমপেজে একটি শিরোনাম ছিল। যেখানে লেখা ছিল ‘অস্ত্র-মুক্ত অঞ্চল’। ঘটনার পর তা করা হয় ‘নিরাপদ অঞ্চল’।
ইভলভ দাবি করেছে, তাদের সিস্টেম অস্ত্র খুঁজে পেতে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে।
তবে এর সমালোচকরা বলছেন, সিস্টেমটি কীভাবে কাজ করে বা বিভিন্ন ধরণের অস্ত্র খুঁজে পেতে এই প্রযুক্তিটি কতটা কার্যকর সে সম্পর্কে বিস্তারিত কিছু নেই।







