সংবাদভিত্তিক ব্যবহারের প্রশ্নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো প্রায় অর্ধেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইউরোপীয় সম্প্রচার সংস্থা (ইবিইউ) ও বিবিসির যৌথ এক গবেষণায়। চ্যাট-জিপিটি, জেমিনি, কোপাইলট ও পারপ্লেক্সসিটি মডেলে এ গবেষণা হয়েছে।
আজ (২২ অক্টোবর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, সংবাদভিত্তিক প্রশ্নের উত্তরে চারটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)— ওপেনএআই-এর চ্যাট-জিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট এবং পারপ্লেক্সসিটি মডেলে ২ হাজার ৭০০টিরও বেশি উত্তরের মধ্যে ৪৫ শতাংশে গুরুত্বপূর্ণ সমস্যা পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, এআই মডেলগুলোর উত্তরের সবচেয়ে সাধারণ সমস্যা উৎস-সম্পর্কিত। ৩১ শতাংশ ক্ষেত্রে তারা এমন তথ্য দিয়েছে যা উদ্ধৃত সূত্র দ্বারা সমর্থিত নয়, বা ভুলভাবে উৎস উল্লেখ করা হয়েছে, কিংবা যাচাইযোগ্য নয়। এরপরেই রয়েছে তথ্যগত অসংগতি, যা ২০ শতাংশ উত্তরে দেখা গেছে। আর ১৪ শতাংশ উত্তরে প্রসঙ্গবহির্ভূত বা অসম্পূর্ণ প্রেক্ষাপটের সমস্যা ছিল।
চারটি মডেলের মধ্যে সবচেয়ে বেশি ভুল পাওয়া গেছে গুগলের জেমিনিতে। গবেষণা অনুযায়ী, এর ৭৬ শতাংশ উত্তরে উল্লেখযোগ্য সমস্যা ছিল, মূলত তথ্যের উৎস-সংক্রান্ত ত্রুটি। সব এআই মডেলেই মৌলিক তথ্যভিত্তিক ভুল ধরা পড়েছে। যেমন, পারপ্লেক্সসিটি দাবি করেছে চেকিয়াতে সারোগেসি (ভাড়া মাতৃত্ব) অবৈধ— যা বাস্তবে সত্য নয়। আবার চ্যাট-জিপিটি কয়েক মাস আগে প্রয়াত পোপ ফ্রান্সিসকে বর্তমান পোপ হিসেবে উল্লেখ করেছে।
গবেষণাটি ১৮টি দেশের ২২টি পাবলিক মিডিয়া সংস্থার অংশগ্রহণে সম্পন্ন হয়। মে মাসের শেষ থেকে জুনের শুরুর মধ্যে বিভিন্ন ভাষায় একযোগে প্রশ্ন পাঠিয়ে এআই মডেলগুলোর উত্তর বিশ্লেষণ করা হয়। তবে ওপেনএআই, গুগল, মাইক্রোসফট ও পারপ্লেক্সিটি এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।









